বিএমপি কাউনিয়া থানার নিখোঁজ জিডি'র সুত্র ধরে কাউনিয়া থানা পুলিশের একটি চৌকস টিম বিএমপি কমিশনার মহোদয়ের দিক-নির্দেশনায় ও উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব রুনা লায়লা এর সার্বিক তত্ত্বাবধানে স্বল্প সময়ের নিবিড় অনুসন্ধানে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে ইংরেজি ১৫-০১-২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ০৬:০০ ঘটিকায় ভিকটিম সেতু (১৩) (ছদ্মনাম) কে কোতয়ালী মডেল থানাধীন ৬নং ওয়ার্ডস্থ জনৈক খালেক মিয়ার বাসার ২য় তলা হইতে উদ্ধার করেন।
উদ্ধারকৃত ভিকটিম জানায় মানব পাচারকারী একটি চক্র তাকে দিয়ে পতিতা বৃত্তি ও যৌনশোষনের উদ্দেশ্যে দুবাই পাচার করার জন্য ০১-০১-২০২৫ খ্রিঃ দুপুর ০২:৩০ টায় কাউনিয়া থানাধীন শায়েস্তাবাদ খেয়াঘাট সংলগ্ন জনৈক বেল্লাল হাওলাদার এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে ফুসলাইয়া, ভুল বুঝাইয়া অপহরণ করে প্রথমে কোতয়ালী মডেল থানাধীন ৬নং ওয়ার্ডস্থ দপ্তরখানা এলাকায় জনৈক খালেক মিয়ার বাসার ২য় তলায় আটক রাখে। অতঃপর ০২/০১/২০১৫ তারিখ পাসপোর্ট করার জন্য ঢাকায় নিয়ে নকল ভোটার আইডি কার্ড তৈরি করে। পরবর্তীতে ০৩-০১-২০২৫ তারিখ তাকে ঢাকা থেকে বরিশালে নিয়ে এসে উপরে উল্লেখিত বাসায় আটক রেখে বিভিন্ন ভাবে শারীরিক ও মানষিক নির্যাতন করে। পুনরায় ০৫-০১-২০২৫ তারিখ বিবাদীরা ভিকটিমকে ঢাকায় নিয়ে ফিঙ্গার দিয়ে বরিশালে নিয়ে এসে বরিশালের উল্লেখিত ঠিকানায় ভিকটিমকে আটক রাখে।
ভিকটিমের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশ ১৬-০১-২০২৫ তারিখ রাত্র অনুমান ০২:৩০ টায় কোতয়ালী মডেল থানাধীন ৬নং ওয়ার্ডস্থ দপ্তরখানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে সম্পৃক্ত মানব পাচারকারী চক্রের সদস্য, অপহরণকারী
অভিযুক্ত ১) সুইটি (২৭) ২) আল আমিন
(২৮) এবং ৩) জুথি বেগম (২৪) দেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS