আজ ০৯ মে ২০২৫ খ্রি. বিএমপি'র অফিসার ইনচার্জ কাউনিয়া থানা জনাব মোঃ নাজমুল নিশাত এর নেতৃত্বে কাউনিয়া থানা এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি পথচারীদের মাদকের বিরুদ্ধে কাজ করতে উৎসাহিত করেন এবং গোপনে বা প্রকাশ্যে মাদক ব্যবসায়ীদের নির্মূলে যেকোন তথ্য দিয়ে সাহায্য করতে অনুরোধ জানান।
পথচারীদের উদ্দেশ্য তিনি বলেন, জনগণের সম্পৃক্ততা ও সহযোগিতার মাধ্যমে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব। এ জন্য সবাইকে এগিয়ে আসতে এবং গোপনে বা প্রকাশ্যে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলকে আহ্বান জানান।