Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ০২ জন।
Details


বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক জনাব মোঃ সাইফুল আলম এর নেতৃত্বে এসআই(নিঃ)/ মো: রাহাতুল ইসলাম, এএসআই/ রতন কুমার সিকদার, কং/১৪৬৬ পিন্টু কুমার রায়, কং/৭৯৬ মো: আনেয়ার হোসেন, কং/১৮২৮ মো: ইউনুস মিয়া, কং/৬৯৯ মো: কাওসার হোসেন গণের সমন্বিত বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৪ জানুয়ারী ২০২৫ খ্রি. রাত ০৩.৩০ ঘটিকার সময় কোতয়ালী মডেল থানাধীন ০৬ নং ওয়ার্ডস্থ রসূলপুর কোষ্টগার্ড সংলগ্ন ব্রীজ এর উপর অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনায় অভিযুক্ত ০১। মো: মাসুদ সরদার (৩০), পিতা- মৃত মনসুর সরদার, মাতা- মোসা: ফিরোজা বেগম, ০২। মো: জলিল খন্দকার (২৯), পিতা- মৃত জবানআলী খন্দকার, মাতা- মোসা: ফাতেমা বেগম, উভয় সাং- রসূলপুর, ০৯ নং ওয়ার্ড, থানা- কোতয়ালী মডেল, জেলা- বরিশালদ্বয়ের হেফাজত হতে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক তাদেরকে আটক করেন।

ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Image
Images
Attachments
Publish Date
14/01/2025
Archieve Date
14/02/2025