Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম পেদা অবৈধ গাঁজা ও গাঁজা বিক্রয়ের ১,০০,০০০/- (একলক্ষ) টাকা সহ আটক।
Details

বিএমপি গোয়েন্দা শাখার এসি (এ্যাডমিন) জনাব তোতা মিয়ার নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ ছগির হোসেন, এসআই(নিঃ)/মোঃ ফিরোজ আলম, এএসআই(নি:)/ মো: জাকির হোসেন, কং/৫৩৮ মোঃ সাইফুল ইসলাম, কং/১১২০ মোঃ মোজাম্মেল হক গণের সমন্বিত বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৪-০৩-২০২৪ খ্রিঃ, দুপুর ১৫:৩০ ঘটিকায়  বিএমপি কোতয়ালী মডেল থানাধীন ১৩নং ওয়ার্ড, দক্ষিণ আলেকান্দা, কাজীপাড়াস্থ ধৃত অভিযুক্ত মোঃ রফিকুল ইসলাম পেদা এর ০৫ (পাঁচ) তলা  বিল্ডিং এর ০২য় তলার পূর্ব পার্শ্বের ফ্লাটে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ১) মোঃ রফিকুল ইসলাম পেদা (৪০), পিতা- মোঃ হানিফ পেদা, মাতা- জাহানারা বেগম, সাং- দক্ষিণ আলেকান্দা, খন্দকার বাড়ী, কাজীপাড়া, বিসিসি ১৩নং ওয়ার্ড, থানা- কোতয়ালী মডেল, বিএমপি, বরিশাল এর  দেখানো মতে তার ড্রয়িং রুমের পূর্ব পার্শ্বের শো-কেইসের উপর হইতে একটি সাদা কালারের শপিং ব্যাগে  এর মধ্য রক্ষিত ১০০ (একশত) গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয়ের ১,০০,০০০/- (একলক্ষ টাকা) উদ্ধার পূর্বক  তাকে আটক করেন। উদ্ধারকৃত  মাদক ব্যবসায়ের সাথে সম্পৃক্ত অপর অভিযুক্ত ২) মোঃ সোহাগ তহসিলদার @ ল্যংড়া সোহাগ(৩২), (রিকসা চালক) পিতাঃ- মৃত সোবাহান তহসিলদার, মাতাঃ- মৃত মরিয়ম বেগম,  স্থায়ী গ্রাম- তিতকাটা, উপজেলা/থানা- পটুয়াখালী সদর, জেলা -পটুয়াখালী, বর্তমান : গ্রাম- কেডিসি বস্তি (মিলন মিয়ার ভাড়াটিয়া, কেডিসি বস্তি, ১০নং ওয়ার্ড ,থানা- কোতয়ালী মডেল, বিএমপি, বরিশাল পলাতক রয়েছে। 
উল্লেখ্য যে ধৃত  অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন থানায় 
১২টি মাদক মামলা সহ সর্বমোট ১৪ টি মামলা রয়েছে। 
ধৃত ও পলাতক  অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Images
Attachments
Publish Date
14/03/2024
Archieve Date
31/03/2024