Title
বিএমপি'র রূপাতলীস্থ পুলিশ লাইন্স মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।
Details
আজ ৩০ এপ্রিল ২০২৫ খ্রি. বিকেল ০৪ টায় বিএমপি'র রূপাতলীস্থ পুলিশ লাইন্স মাঠে নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও সকল পর্যায়ের পুলিশ সদস্যদের সমন্বয়ে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।
নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চার অংশ হিসেবে মান্যবর বিএমপি কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়ের উৎসাহ উদ্দীপনা ও সার্বিক দিক-নির্দেশনায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর/সিএসবি) জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক),জনাব মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন।
সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলা ও শরীর চর্চার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণ অর্জন করে।
আজকের প্রীতি ফুটবল ম্যাচে আরো অংশগ্রহণ করেন বিএমপি'র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন পদ-পদবির সদস্যগণ।