Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
বিএমপি'র গোয়েন্দা শাখার অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ০১ জন।
Details
বিএমপি'র গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক জনাব মোঃ ইসমাইল হোসেন এর নেতৃত্বে এসআই/মোঃ ফিরোজ আলম, এএসআই/ মোঃ আনোয়ার হোসেন, বিপিএম, এএসআই/ মোঃ জাকির হোসেন, কং/ ফাহাদ, কং/ রাশেদ গণের সমন্বিত বিশেষ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ০৫-০১-২০২৫ খ্রি. দুপুর ০২.৪০ টায় কোতয়ালী মডেল থানাধীন বিসিসি ২৪ নং ওয়ার্ডস্থ সাগরদি বাজার ও ব্রীজের দক্ষিণপাশে অবস্থিত কুয়েত প্লাজা নামক বিল্ডিংয়ের নিচে  অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ১। মোঃ সাদ্দাম সরদার(২২), পিতা-মোঃ ফারুক সরদার, মাতা-মোসাঃ রাবেয়া বেগম, সাং-আশাগ্রাম,০৬ নং গুলানিয়া ইউপি, পাতারহাট, থানা-মেহেন্দিগন্জ, জেলা- বরিশালে'র হেফাজত হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক তাকে আটক করেন। 
ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Images
Attachments
Publish Date
05/01/2025
Archieve Date
04/02/2025