গত ৩০-১০-২০২৪ খ্রিস্টাব্দ রাত ০৯ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের সংবাদ পেয়ে বরিশাল নগর পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পারেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মসজিদ গেটের সামনের মহাসড়ক পারাপারের সময় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী মাইশা ফৌজিয়া মিম'কে পটুয়াখালী হইতে ঢাকাগামী "নারায়ণগঞ্জ ট্রাভেল" নামক যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে ধাক্কা দিলে ভিক্টিম মাইশার মাথায় গুরুতর রক্তাক্ত ফাটা যখম হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন ও সহপাঠীরা চিকিৎসার জন্য সেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিএমপি কমিশনার মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় নগর পুলিশের বিভিন্ন টিম অভিযুক্তদেরকে গ্রেফতারের জন্য ঢাকা, নারায়ণগঞ্জ ও পটুয়াখালীতে অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় পটুয়াখালী জেলার সদর থানা এলাকা হতে ঘাতক বাসের চালক ১) মোঃ জামির হোসেন (২৫), পিতা-হায়দার হাওলাদার, মাতা-রিনা বেগম, সাং-মরিচবুনিয়া, থানা-পটুয়াখালী সদর, জেলা-
পটুয়াখালীকে ০১-১১-২৪ খ্রিঃ রাত আনুমানিক ১১ টায় গ্রেফতার করেন। ঘাতক বাসের হেলপার কে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।