Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির প্রমিথিউস>>>>>>>>> বিএমপি কমিশনার।
Details

বঙ্গবন্ধু বাঙালির বুকে দিয়েছিলেন অপার  সাহস ও অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্পর্ধা, বঙ্গবন্ধু বাঙালি জাতিকে ভালোবেসে দিয়েছিলেন স্বাধীনতা ও একটি স্বাধীন রাষ্ট্র। 
বিএমপি মিডিয়া সেল 
[১৭ মার্চ  ২০২৪]
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষ্যে আজ ১৭ মার্চ ২০২৪ খ্রিঃ সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন বরিশালে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন পুলিশ কমিশনার বিএমপি জনাব জিহাদুল কবির, বিপিএম, পিপিএম মহোদয়। 
আলোচনা সভায় বক্তব্যের শুরুতেই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল বীর শহীদ, ২৫ শে মার্চের কাল রাতে রাজারবাগে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতার স্বপক্ষে  প্রথম বুলেট ছুঁড়ে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা বীর শহীদ পুলিশ সদস্য, ১৯৭৫ এর ১৫ ই আগস্ট জাতির পিতার পরিবারের শাহাদাত বরণকারী সকল 
সদস্যবৃন্দ সহ সকল বীর শহীদদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
এ সময় তিনি বলেন,  বঙ্গবন্ধু বাঙালি জাতিকে ভালোবেসে বাঙালির বুকে দিয়েছিলেন অপার  সাহস ও অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্পর্ধা, বঙ্গবন্ধু বাঙালি জাতিকে ভালোবেসে দিয়েছিলেন বাক স্বাধীনতা ও একটি স্বাধীন রাষ্ট্র। বঙ্গবন্ধু আমাদের আদর্শ, বঙ্গবন্ধু আমাদের প্রমিথিউস, বঙ্গবন্ধু আমাদের চেতনার বাতিঘর।
তাই বঙ্গবন্ধু, এদেশ এবং দেশের স্বাধীনতার সঠিক ইতিহাস ধরে রাখতে হলে আমাদেরকে  তরুন প্রজন্মের কাছে এই ইতিহাস তুলে ধরতে হবে। বঙ্গবন্ধু, দেশ ও দেশের ইতিহাস তরুণ প্রজন্মকে  জানানোর দায়িত্ব আমাদের সকলের। আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে নিজেদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে হবে। 
উল্লেখ্য যে, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষ্যে এর আগে সকাল ১০ টায় বঙ্গবন্ধু উদ্যানে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমীর সামনে এসে সমাপ্ত হয়। 
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল জনাব মোঃ শওকত আলী, জেলা প্রশাসক বরিশাল জনাব শহিদুল ইসলাম, পুলিশ সুপার বরিশাল জনাব ওয়াহিদুল ইসলাম বিপিএম, বীর মুক্তিযোদ্ধা  কে এস এ মহিউদ্দিন মানিক, বীর প্রতীকসহ  সরকারি বিভিন্ন  দপ্তরের প্রতিনিধি  ও বিভিন্ন স্কুল-কলেজের সম্মানিত শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

Attachments
Publish Date
17/03/2024
Archieve Date
31/03/2024