পুলিশ পরিবারের সন্তানদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।
Details
মান্যবর বিএমপি কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়ের উৎসাহ-উদ্দীপনা ও সার্বিক দিক-নির্দেশনায় আজ পহেলা মে ২০২৫ খ্রি. বিকেল ০৪:৩০ টায় বিএমপি'র রূপাতলীস্থ পুলিশ লাইন্স মাঠে পুলিশ পরিবারের সন্তানদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, শিশুর সৃজনশীলতা ও নেতৃত্বের দক্ষতা অর্জন, জয়-পরাজয় মেনে নেওয়ার সাহস, দেশপ্রেম জাগ্রত ও নৈতিক চরিত্রের বিকাশে খেলাধুলা ও শরীর চর্চার কোন বিকল্প নেই।
ম্যাচ শেষে বিজয়ী ও বিজেতাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর/সিএসবি) জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন, জনাব মৌমিতা রায় ( সহধর্মিনী সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার ও বন্দর থানা জনাব প্রণয় রায়), সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা) জনাব মশিয়ার রহমান, সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার ও বন্দর থানা জনাব প্রণয় রায়, বিএমপি'র অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবির সদস্যগণ।