Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
পুলিশ পরিবারের মেধাবী শিক্ষার্থীদের "বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪" সম্মাননা প্রদান।
Details

আজ ২৮ মার্চ ২০২৪ খ্রি: সকাল ১০ঃ৩০ টায় বিএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে  বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশালে কর্মরত বিভিন্ন পদমর্যাদার (নন-পুলিশসহ) কর্মকর্তা ও কর্মচারীদের মেধাবী সন্তানদেরকে "বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪" এর ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানী বিতরণ অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব জিহাদুল কবির, বিপিএম, পিপিএম মহোদয়।
এ সময় কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাননীয় পুলিশ কমিশনার মহোদয় বলেন, শিক্ষাঙ্গনে মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে তোমরা তোমাদের বাবা-মা তথা পুলিশ পরিবারের সবাইকে সম্মানিত করেছ। তাই বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে তোমাদের প্রতি রইল আন্তরিক স্নেহ-ভালোবাসা ও শুভেচ্ছা। একটি উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি হলে তোমরা। তোমাদেরকে সাফল্যের এই ধারা ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রযুক্তিগত জ্ঞান অর্জন করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে থাকতে থাকবে। সকল ধরনের অপরাধ বিশেষ করে মাদক থেকে দূরে থাকতে হবে।  তোমাদেরকে নিয়ে যেন আমরা গর্ববোধ করতে পারি। 
এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশালে কর্মরত বিভিন্ন পদমর্যাদার  (নন-পুলিশসহ) কর্মকর্তা ও কর্মচারীদের ০৯ জন মেধাবী সন্তানদেরকে, যারা ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় সকল বিষয়ে এ+ অর্জন করেছে, তাদেরকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে মেধাবৃত্তির ক্রেস্ট, সম্মানীর টাকা ও সার্টিফিকেট তুলে দেন পুলিশ কমিশনার বিএমপি জনাব জিহাদুল কবির, বিপিএম, পিপিএম মহোদয়।
এ সময়  শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এ ধরনের একটি সংবর্ধনা ও সম্মাননা সামনের দিনগুলোতে তাদের চলার পথে এগিয়ে যেতে আরো বেশি উৎসাহ ও উদ্দীপনা দিবে। এ ধরনের একটি আয়োজনের জন্য তারা মাননীয় আইজিপি মহোদয় ও বিএমপি কমিশনার মহোদয় কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। 
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) জনাব হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) জনাব মােহাম্মদ নজরুল হােসেন, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার/বন্দর থানা/এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) জনাব প্রণয় রায়, কৃতি শিক্ষার্থীবৃন্দ ও তাদের অভিভাবকগণ।

Attachments
Publish Date
28/03/2024
Archieve Date
31/03/2024