Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, ঘর ভাঙ্গার সরঞ্জামাদি ও পিকআপ ভ্যান সহ আন্তঃজেলা ডাকাত দলের ০৩ সদস্য আটক।
Details

বিএমপি গোয়েন্দা শাখার এসআই/চম্পা আক্তার এর নেতৃত্বে  এএসআই(নিঃ)/বিকাশ চন্দ্র, কং/১০০১ মেহেদী হাসান, নারী কং/৯৪১ সোনিয়া রানী দে ও নারী কং/১১০৮ জাকিয়া বেগমদের সমন্বিত বিশেষ অভিযানিক টিম ডাকাতির প্রস্তুতি গ্রহণের গোপন সংবাদের ভিত্তিতে ২১-০৫-২০২৪ খ্রিঃ, রাত ২১:৩০ টায় এয়ারপোর্ট থানাধীন ২৯নং ওয়ার্ডস্থ নথুল্লাবাদ লুৎফর রহমান সড়কের হোটেল শরীফ (আবাসিক) এর ৪র্থ তলার ১২৯ নং কক্ষে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ডাকাত ০১। রবিউল ইসলাম মুন্সী (২৯), পিং-বাচ্চু মুন্সী, মাতা-ফাতেমা বেগম, স্থায়ী সাং-বুড়িরচর, ০৬নং ওয়ার্ড, বুড়িরচর ইউপি, থানা- সদর, জেলা-বরগুনা, ০২। রিফাত ফরাজী @ হৃদয় (২০), পিং-মোঃ মজিবুর ফরাজী, মাতা-আজমেরী বেগম, সাং-হরিৎজা বাড়ীয়া, ০৫নং ওয়ার্ড, ০৪নং কেওড়া বুনিয়া ইউপি, থানা- বরগুনা সদর, জেলা-বরগুনা,  ০৩। মোঃ সজীব চাপরাশি (১৯), পিং-ইদ্রিস চাপরাশি, মাতা-রাজিয়া, স্থায়ী সাং-হরিদ্রা বাড়ীয়া, থানা- বরগুনা সদর, জেলা-বরগুনাদেরকে মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানিক টিম দেশীয় অস্ত্র, ঘর ভাঙ্গার সরঞ্জামাদি ও  পিকআপ ভ্যান সহ হাতেনাতে ধৃত করেন। এ সময় তাদের সঙ্গীয় অপর ০৪ ডাকাত  ৪। সাগর (১৯), পিং-খবির খোকন, স্থায়ী সাং-হরিৎজা বাড়ীয়া, ০৪নং ওয়ার্ড, কেওড়া বুনিয়া ইউপি, থানা- সদর, জেলা-বরগুনা। ৫। রাসেল(৩৮),পিতা- জামাল ওরফে টাক্কু জামাল, সাং- চাখার, থানা- বানারীপাড়া, জেলা- বরিশাল। ৬। সোহাগ, পিতা- অজ্ঞাত, সাং- চাখার, থানা- বানারীপাড়া, জেলা- বরিশাল, ৭। লালন, পিতা- অজ্ঞাত, সাং- চাখার, থানা- বানারীপাড়া, জেলা- বরিশাল পালিয়ে যেতে সক্ষম হয়। 
ধৃত ও পলাতক ডাকাতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Images
Attachments
Publish Date
22/05/2024
Archieve Date
22/06/2024