Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
উপ-পুলিশ কমিশনার (উত্তর) কর্তৃক রাত্রিকালীন ডিউটি তদারকি।
Details

 ২১ মার্চ ২০২৫  খ্রিঃ রাত ০০: ৩০ টা থেকে ০৩:৩০ টা পর্যন্ত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও এয়ারপোর্ট থানার  রাত্রিকালীন ডিউটি তদারকি করেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব সুশান্ত সরকার, পিপিএম।
 এ সময় তিনি নগরীর মরকখোলার  পোল ও রহমতপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এর ডিউটি পোস্ট তদারকি করেন। 
এছাড়াও তিনি এয়ারপোর্ট থানা আকস্মিক  পরিদর্শন করে ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট সকলকে কে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ রিয়াজ হোসেন, পিপিএম।
Image
Images
Attachments
Publish Date
21/03/2025
Archieve Date
20/04/2025