১৬ মার্চ ২০২৫ খ্রিঃ সকাল ০৮:০০ টায় বিএমপি'র রুপাতলিস্থ পুলিশ লাইন্স ড্রিল শেডে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ডিউটিতে মনোনীত পুলিশ সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর) জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক।
নগরবাসী যাতে নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারে সে লক্ষ্যে এ সময় তিনি ডিউটিতে মনোনীত সকল অফিসার-ফোর্সদের দায়িত্ব-কর্তব্য ও করণীয়-বর্জনীয় সম্পর্কে দিক-নির্দেশনা প্রদানের পাশাপাশি নিজেদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে পালনের নির্দেশ প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব জনাব সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ শরফুদ্দীন সহ বিএমপি'র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ডিউটিতে নিয়োজিত অফিসার-ফোর্স।