Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
আদালত প্রাঙ্গণ থেকে এসির আউটডোর মেশিন চুরির বহুল আলোচিত ঘটনার মাত্র ২৪ ঘন্টার মধ্যে নগর পুলিশের তৎপরতায় চোরাই মালামাল সহ আটক অভিযুক্ত চোর ।
Details

 
বিজ্ঞ অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আদালতের খাস কামড়ার পিছনের রুমে থাকা এসির একটি আউট ডোর মেশিন চুরির লিখিত অভিযোগের প্রেক্ষিতে ২১-৪-২৫ খ্রি. কোতোয়ালি মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়।

মামলা রুজুর পর গোয়েন্দা শাখায় কর্মরত তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ ছগির হোসেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক দিক-নির্দেশনায় চোর সনাক্ত ও চোরাই মালামাল উদ্ধারের নিরলস প্রচেষ্টায় ঘটনার মাত্র ২৪ ঘন্টার মধ্যে তথ্য প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার মূল হোতা অভিযুক্ত ১. মো: আকাশ হাওলাদার(২৫), পিতা-কালাম হাওলাদার, মাতা-কলি বেগম , ঠিকানা: স্থায়ী: গ্রাম- চর হাটখোলা (পার্ট) (চরমোনাই ট্রলার ঘাট সংলগ্ন, বিসিসি ০৬ নং ওয়ার্ড উপজেলা/থানা- বরিশাল সদর (কোতয়ালী), জেলা –বরিশালকে ২২-০৪-২০২৫ খ্রি: ১৪:৪০ ঘটিকায় কাউনিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করেন।

এ সময় তার হেফাজত হতে ০১। একটি ফ্যান ব্লেড ও ০১ টি ফ্যান মটর, ০২। একটি এসির কমপ্রেশার, ০৩। একটি কাঠের বড়িওয়ালা মটর চালিত ভ্যান, (যাহার উপর ০১ ও ০২ নং আলামত বহন করে বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিল) উদ্ধার করা হয়। অবশিষ্ট আলামত চরমোনাই ট্রলারঘাটের ভাঙ্গারী ব্যবসায়ী জনৈক টিকলী সুমন এর বাসা থেকে এসির একটি কনভেনসার, ০২। এসির স্টীলের আউট ডোরের কেচিং ০৪ (চার) অংশ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

বরিশাল নগর পুলিশের আন্তরিক প্রচেষ্টা, পেশাদারিত্ব, তথ্যপ্রযুক্তির সহায়তা ও নিরলস শ্রমের মাধ্যমে ঘটনার মাত্র ২৪ ঘন্টার মধ্যে চোরাই মালামালসহ চোরকে আটক করা হয়।

ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Image
Images
Attachments
Publish Date
23/04/2025
Archieve Date
25/05/2025