শিরোনাম
২ কেজি গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক ০২ জন ।
বিস্তারিত
বিএমপি বন্দর থানার বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ০২-০৯-২০২৩ খ্রিঃ, রাত ০১.৩০ টায় বন্দর থানাধীন ৯নং টুঙ্গীবাড়িয়া ইউপি, বিশারদ (হাজী বাড়ি) সাকিনস্থ অভিযুক্ত রোজিনা'র বসত ঘরে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত রোজিনা(২৭), স্বামী - মো: আফজাল হোসেন, সাং - বিশারদ, টুঙ্গীবাড়িয়া ইউপি, থানা - বন্দর, জেলা - বরিশাল এর হেফাজত হইতে ২ কেজি গাঁজা ও ৩০(ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক তাকে আটক করা হয়।
এ সময় তার সহযোগী অভিযুক্ত ২) মো: হিরন(২৩), পিতা - মো: নিজাম, সাং - বিশারদ, ৩নং ওয়ার্ড, থানা - বন্দর, জেলা বরিশালকে গ্রেফতার করা হয় এবং অপর সহযোগী ৩) মো: আফজাল হোসেন(৩২), পিতা - মো: খালেক মিয়া, সাং - বিশারদ, ৩নং ওয়ার্ড, থানা - বন্দর, জেলা- বরিশাল ঘটনাস্থল হইতে সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
ধৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।