শিরোনাম
২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৫ বোতল ফেনসিডিল সহ আটক ০১ জন ।
বিস্তারিত
বিএমপি এয়ারপোর্ট থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ০৪-০৯-২৩ খ্রিঃ বেলা ১৪ঃ০০ টায় এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা ইউপির চন্দ্রপাড়া সাকিনস্থ ০২নং ওয়ার্ড, বরিশাল টু বানাড়িপাড়া সড়ক সংলগ্ন রানীর স্কুলের গেইটের বিপরীতে পাশে "শ্রী শ্রী গুরু রাম মন্দির" এর গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ১) মোঃ জাহিদ তালুকদার (২২) ,পিতা- মৃত পারভেজ তালুকদার , মাতা- মৃত পারভিন বেগম, সাং সলিয়াবাকপুর, সাইদুন নেছা স্কুলের পাশে,০৫ নং ওয়ার্ড, সলিয়াবাকপুর ইউপি, থানা- বানাড়িপাড়া, জেলা- বরিশালের হেফাজত হইতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৫ বোতল ফেনসিডিল উদ্ধারপূর্বক তাকে আটক করা হয়।
ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।