Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
১১৬০ (এক হাজার এক শত ষাট) পিচ কথিত সোনার কয়েন সহ ০২ জন প্রতারক আটক।
বিস্তারিত

বিএমপি গোয়েন্দা শাখার বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ৩১-১২-২০২৩ খ্রিষ্টাব্দ বিকাল ১৬:০০ টায় কোতোয়ালি মডেল থানাধীন ২০ নং ওয়ার্ডস্থ ৯৯ নং বগুড়া নথুল্লাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এর সামনে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় প্রতারক ০১।মোঃ মজিবর মোল্লা @ জামাল (৬০), পিতাঃ- মৃত গঞ্জর আলী, মাতা- মোসাঃ-হেনারা বেগম, সাং- উজানী, থানাঃ- মোকসুদপুর, জেলাঃ- গোপালগঞ্জ, ০২। মোঃ- একরাম শেখ (৬০), পিতাঃ- মৃত হোসেন শেখ, মাতাঃ- মৃত তছিরন খাতুন, সাং- নিকরহাটি, চরদোস্বর্ধি, ইউপি, থানাঃ- নগর কান্দা, জেলাঃ- ফরিদপুরদ্বয়ের হেফাজত হইতে প্রতারণার কাজে ব্যবহৃত গোল কয়েন আকৃতির সোনালী রংয়ের ময়লা যুক্ত ১১৬০ (এক হাজার একশত ষাট) পিস টিনের টুকরা এবং ০২ টি বাটন মোবাইল ফোন উদ্ধার পূর্বক তাদেরকে গ্রেফতার করেন।
উল্লেখ্য, প্রতারকগণ সোনার কয়েন এর প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টাকালে তাদের আটক করা হয়।
ধৃত প্রতারকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
01/01/2024
আর্কাইভ তারিখ
31/01/2024