Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
যিশুখ্রিষ্টের জন্মদিন (শুভ বড়দিন) ২০২৪, উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বিস্তারিত
১৯ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ সকাল ১১ঃ০০ টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে যিশুখ্রিষ্টের আসন্ন জন্মদিন (শুভ বড়দিন) ২০২৪ উদযাপন উপলক্ষে মহানগর চার্চ/গীর্জা কমিটির নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশনস্) জনাব খন্দকার মোঃ শামীম হোসেন মহোদয়।
এ সময় তিনি বলেন নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন নিশ্চিত করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যে প্রয়োজনীয় নিরাপত্ততামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আপনারা আপনাদের অবস্থান থেকে কোন প্রকার গুজবে কান না দিয়ে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হলে সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করবেন।  চার্চে দর্শনার্থীদের সুবিধার্থে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে।  চার্চে পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা সংক্রান্তে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও  উৎসব চলাকালীন বরিশালের সম্মানিত নগরবাসী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন ।
এসময় যিশুখ্রিষ্টের জন্মদিন (শুভ বড়দিন) উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রধান অতিথির নিকট বিভিন্ন বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর/সিএসবি/ডিবি) অ্যাডিশনাল  ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত)  জনাব মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল  ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব মােঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম-বার সহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ, মহানগর চার্চ/গীর্জা কমিটির সভাপতি-সেক্রেটারি ও  বড়দিন উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
19/12/2024
আর্কাইভ তারিখ
18/01/2025