শিরোনাম
মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা এবং যাত্রী ও পণ্য পরিবহন কমিটির যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত।
বিস্তারিত
আজ
০৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ সকাল ১০:৩০ টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা এবং যাত্রী ও পণ্য পরিবহন কমিটির যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার এবং যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সম্মানিত সভাপতি জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়।
সভায় সভাপতি মহোদয় বলেন, যাত্রী ও পণ্য পরিবহন সেক্টররের সার্বিক সেবা নিশ্চিত করতে সড়ক পথে শৃঙ্খলা রক্ষা করা, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা, নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে মোটরযান চলাচল বন্ধকরণ, মোটরযানে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী/মালামাল বহন বন্ধকরণ, মোটরযান চালনাকালে হেডফোন ও মোবাইল ফোন ব্যবহার বন্ধ করতে হবে।
এছাড়াও তিনি বিধি মোতাবেক রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স ও রেজিষ্ট্রেশন প্রদান করা এবং ফিটনেসহীন যানচলাচল বন্ধকরণ সহ অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিএসবি/ডিবি/সদর দপ্তর) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ শরফুদ্দীন, বিএমপি'র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা এবং যাত্রী ও পণ্য পরিবহন কমিটির নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ।