শিরোনাম
মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ চলচ্চিত্রের ধারাবাহিক প্রদর্শনীর চতুর্থ পর্বের শুভ উদ্বোধন।
বিস্তারিত
আজ
২৪ মার্চ ২০২৪ খ্রিঃ সকাল ১০:০০ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির যৌথ আয়োজনে জেলা শিক্ষা অফিস বরিশালের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ চলচ্চিত্রের ধারাবাহিক প্রদর্শনীর চতুর্থ পর্বের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
শুভ উদ্ধোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব জিহাদুল কবির, বিপিএম, পিপিএম মহোদয়ের পক্ষে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব মােঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম-বার।
মুক্তিযুদ্ধের চেতনায় ঋদ্ধ নব প্রজন্মের প্রত্যাশায় মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের পক্ষ থেকে এ সময় শিক্ষার্থীদের হাতে মহামূল্যবান উপহার হিসাবে মোঃ জাফর ইকবাল স্যারের লেখা "মুক্তিযুদ্ধের ইতিহাস" শীর্ষক বই তুলে দেওয়া হয়।
তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে, তরুন প্রজন্মের কাছে দেশ, দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতেই এ ধরনের একটি শিক্ষণীয় ধারাবাহিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
এ সময় বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজ, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দের সামনে মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ চলচ্চিত্র "আমার বন্ধু রাশেদ" প্রদর্শন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) জনাব প্রণয় রায়, বিএমপি'র অন্যান্য কর্মকর্তা বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষকমন্ডলী ও উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজ ও বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।