মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি বিএমপি কমিশনারের শ্রদ্ধা নিবেদন।
বিস্তারিত
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এই উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে বরিশাল জেলা প্রশাসকের দপ্তর সম্মুখে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি নামফলক স্তম্ভে, ৩০ গোডাউন সংলগ্ন বধ্যভূমি স্মৃতি-৭১ স্তম্ভে, বরিশাল জেলা পুলিশ লাইন্স এর শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা স্মৃতি-৭১ স্তম্ভে ও শহীদ এডিসি কাজী আজিজুল ইসলাম স্মৃতিফলক স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন সম্মানিত রেঞ্জ ডিআইজি বরিশাল জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম ও বিএমপি'র সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।