শিরোনাম
বিএমপি বন্দর থানার অভিযানে ০১ কেজি গাঁজাসহ আটক ০১ জন।
বিস্তারিত
বিএমপি বন্দর থানার এসআই/জাহিদ হাসান এর নেতৃত্বাধীন বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৬-০১-২০২৪ খ্রিঃ বেলা ১৫.০৫ ঘটিকায় বন্দর থানাধীন ০৭নং চর কাউয়া ইউনিয়নের ০২নং ওয়ার্ড চর কাউয়া সাকিনস্থ মুসলিম পাড়া দিঘীরপাড় এলাকায় অভিযুক্ত
মোঃ রাজু শরীফের বসত ঘরে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ১) মোঃ রাজু শরীফ (৩৪), পিতা- মোঃ আলী হোসেন শরীফ, মাতা-মোসা: তাসলিমা বেগম সাং: চর কাউয়া,(মুসলিম পাড়া দিঘীরপাড়),থানা- বন্দর, জেলা- বরিশাল এর হেফাজত হইতে ০১ কেজি গাজাঁ, মাদক বিক্রির নগদ ১০,০০০/- টাকা ও মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধারপূর্বক তাকে আটক করেন। থানার রেকর্ড পত্র ও সিডিএমএস পর্যালোচনা করে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১ টি মাদক মামলা পাওয়া যায়।
ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।