Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে ৮৫০ গ্রাম গাঁজা ও ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ০২ জন।
বিস্তারিত

বিএমপি গোয়েন্দা শাখার এসআই(নিঃ)/মোঃ সাইফুর রহমান, এএসআই(নি:)/ মো: মনির হোসেন, এএসআই(নি:)/ বিকাশ চন্দ্র,  কং/১০০১ মেহেদী হাসান, কং/৪৯০ মোঃ সামদাদ হোসেন এবং নারী কং/৯৪১ সোনিয়া রানী দে গণের সমন্বিত বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে  ১৬/০৫/২০২৪  খ্রিঃ  রাত ১১.৪০ টায় কোতয়ালী মডেল থানাধীন বিসিসি ১০ নং ওয়ার্ডস্থ কেডিসি রাজ্জাক স্মৃতি কলোনী বালুর মাঠ সংলগ্ন মানিক মাতুব্বর এর বাসার সামনে অভিযান পরিচালনা করেন। 
অভিযান পরিচালনায় অভিযুক্ত ০১। মোঃ সাগর এ্যাপেল (৩০), পিতা-সিদ্দিকুর রহমান বাকু, মাতা-মোসাঃ আনু বেগম, ০২। মোঃ মানিক মাতুব্বর (৩২), পিতা-মৃত ইছাহাক মাতুব্বর, মাতা-মোসাঃ হোসনেয়ারা বেগম, উভয় সাং-কেডিসি রাজ্জাক স্মৃতি কলোনী, প্রাইমারি স্কুল মাঠ সংলগ্ন বালুর মাঠ, বিসিসি ১০ নং ওয়ার্ড, থানা-কোতয়ালী মডেল, বিএমপি বরিশালদের হেফাজত হতে ৮৫০ গ্রাম গাঁজা ও ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক তাদেরকে আটক করেন। 
ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
18/05/2024
আর্কাইভ তারিখ
16/06/2024