বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক ছগির হোসেনের নেতৃত্বাধীন বিশেষ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ১১-১১-২০২৪ খ্রিঃ সন্ধ্যা ০৬.৩০ টায় কাউনিয়া থানাধীন উত্তর লামছড়ি ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড গনি মিয়ার বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ০১) শ্রী আকাশ মিস্ত্রি (১৭), পিতা-শ্রী মতিলাল মিস্ত্রি, মাতা-শ্রী দীপু রানি, সাং-উত্তর লামছড়ি, ০৮ নং ওয়ার্ড,চরবাড়িয়া ইউপি, থানা-কাউনিয়া, জেলা-বরিশালের হেফাজত হতে ০২ গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৭৪০২ টাকা উদ্ধার পূর্বক তাকে আটক করেন।
উল্লেখ্য যে উদ্ধারকৃত মাদক কেনাবেচার সাথে সম্পৃক্ত অপর অভিযুক্ত ০২) সাইফুল ইসলাম @ সবুজ, পিতা-মৃত গনি আকন, মাতা-মৃত আনোয়ারা বেগম, সাং-উত্তর লামছড়ি, ০৮ নং ওয়ার্ড, চরবাড়িয়া ইউপি, থানা-কাউনিয়া, জেলা-বরিশাল এ সময় ঘটনাস্থল থেকে সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
ধৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস