Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে চেতনা নাশক ট্যাবলেটসহ অজ্ঞান পার্টির ০৩ (তিন) সদস্য আটক।
বিস্তারিত

বিএমপি গোয়েন্দা শাখার উপ পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত ) জনাব মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পিপিএম-সেবা এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ ছগির হোসেন এর নেতৃত্বে বিশেষ অভিজানিক টিম  গোপন সংবাদের ভিত্তিতে গত ২২/১০/২০২৪ ইং তারিখ রাত ২০.৪৫ ঘটিকায়  এয়ারপোর্ট থানাধীন ২৯ নং ওয়ার্ডস্থ নথুল্লাবাদ বাসস্ট্যান্ড বিআরটিসি বরিশাল বাস ডিপো ও প্রশিক্ষন কেন্দ্রের সামনে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ০১। তামান্ন আক্তার তমা (২০), পিতা-মোঃ খবির হোসেন, মাতা-মৃত রুনা বেগম, সাং-সাহেবপুর, ১০ নং গারুড়িয়া ইউনিয়ন, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল ০২। মোঃ মোস্তাকিম বিল্লাহ রনি (২৪), পিতা-মোঃ আনিস মল্লিক, মাতা-তাসলিমা বেগম, সাং-মগড়, মগড় ইউনিয়ান, থানা-নলছিটি, জেলা-ঝালকাঠি ০৩। মোঃ রফিকুল ইসলাম (৩৫), পিতা-মৃত জাহাঙ্গীর হাওলাদার, মাতা-মনিরা বেগম, সাং-বিল্ববাড়ি, কাশিপুর ইউনিয়ন, থানা-এয়ারপোর্ট, বিএমপি, বরিশাল গনদের হেফাজত হতে ডিসোপ্যান-২ ট্যাবলেট ৫০ টি এবং ইটিজিন ট্যাবলেট ২০ টি মোট ৭০ টি চেতনা নাশক ট্যাবলেট উদ্ধার পূর্বক তাদেরকে আটক করেন।
ধৃত অজ্ঞান পার্টির ০৩ (তিন) সদস্যদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
25/10/2024
আর্কাইভ তারিখ
23/11/2024