বিএমপি গোয়েন্দা শাখার এসআই/ মোঃ ফিরোজ আলম, এএসআই/ মোঃ জাকির হোসেন, এএসআই/ মোঃ মোয়াজ্জেম হোসেন, কং-/ মোঃ সাইফুল ইসলাম, কং-/ মোঃ মোজাম্মেল হক, নারী কং-/ নাজমিন আক্তার গনের সমন্বিত বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৭-১০-২০২৪ খ্রিঃ ০১:৩০ ঘটিকায় বিএমপি, কোতয়ালী মডেল থানাধীন ২২ নং ওয়ার্ডস্থ কাজিপাড়া, সিএন্ডবি রোড সংলগ্ন মোঃ হাসান হাওলাদার এর অস্থায়ী চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ০১। মোঃ সুজন খান (২৮), পিতা-মৃত ইউসুফ খান, মাতা-রোকেয়া বেগম, সাং-বদনীকাঠী, ৬নং ওয়ার্ড, মঠবাড়িয়া ইউপি, থানা-রাজাপুর, জেলা-ঝালকাঠি, বর্তমানে-জনৈক খোরশেদ এর বাসার ভাড়াটিয়া, ১৭নং ওয়ার্ড, আগড়পুর রোড, থানা-কোতয়ালী মডেল, বিএমপি, বরিশাল।
০২। মোঃ শাওন সিকদার (২৫), পিতা-শাহজাহান সিকদার, মাতা-পারভীন বেগম, সাং-ফলপট্টি, ৯নং ওয়ার্ড, থানা-কোতয়ালী মডেল, বিএমপি, বরিশালদ্বয়ের হেফাজত হতে ৩০ এ্যাম্পুল জি-মরফিন ইনজেকশন উদ্ধার পূর্বক তাদেরকে আটক করেন।
ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।