শিরোনাম
বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক ০১ জন।
বিস্তারিত
বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক জনাব মোঃ ছগির হোসেন এর নেতৃত্বে এসআই/মোঃ মেহেদী হাসান, সঙ্গীয় এএসআই মোঃ মহসিন সবুজ, এএসআই/মোঃ কবির হোসেন, কং/ আকিদুর রহমান, কং/ মোঃ মোজাম্মেল গণের সমন্বিত বিশেষ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৩-০৪-২০২৫ খ্রিঃ, সময় আজ সকাল ০৭:৩০ টায় কোতয়ালী মডেল থানাধীন বিসিসি ১০নং ওয়াডর্স্থ হোটেল রিচমার্ট আবাসিক এর বিপরীত পাশে বরিশাল লঞ্চঘাট এর এক নাম্বার গেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ০১। মোঃ এস এম ফারুক (৫০), পিতা-মোঃ আবদুল মতিন, মাতা-হাসনা বেগম, সাং-মহুরীপাড়া, রুবেল কমপ্লেক্স, ডাকঘর-বন্দর, থানা-হালিশহর, জেলা-চট্রগ্রাম, এ/পি-সাং-বাহরুর, ০১নং ওয়ার্ড, জাফারগঞ্জ ইউপি, থানা-দেবিদ্ধার, জেলা-কুমিল্লা'র হেফাজত হতে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক তাকে আটক করেন।
ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।