শিরোনাম
বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে ০১ (এক) কেজি গাঁজা সহ আটক ০১ জন।
বিস্তারিত
বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক/ জনাব ছগির হোসেন এর নেতৃত্বে এসআই/মোসাঃ হালিমা, এএসআই/ বিকাশ , এএসআই/মোঃ মিজানুর রহমান, কং/৫৩৮ মোঃ সাইফুল ইসলাম এবং কং/৬৭৬ মোঃ রুহুল আমিনের সমন্বিত বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ০২-০৪-২০২৪ খ্রিঃ রাত ১৫:৩০ ঘটিকায় বিএমপি কাউনিয়া থানাধীন ০১নং ওয়ার্ডস্থ বাসু মিয়ার গলি, উত্তর কাউনিয়া নুরানী জামে মসজিদের বিপরীত পাশে খলিল ষ্টোর নামক চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত মোঃ কবির ওরফে সাদ্দাম সিকদার (৩৯), পিতা- মৃত সোনাই সিকদার, মাতা-কুলসুম বেগম, সাং-পলাশপুর ০৩ নং গুচ্ছগ্রাম,০৩ নং গলি, জাহানারা কমিশনার এর পাশের গলি, ০৫ নং পলাশপুর, ০৫ নং ওয়ার্ড, থানা-কাউনিয়া, বিএমপি, বরিশাল এর হেফাজত হতে ০১(এক) কেজি গাঁজা উদ্ধার পূর্বক তাকে আটক করেন।
ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।