শিরোনাম
বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে ০১ কেজি অবৈধ গাঁজাসহ আটক ০২ জন।
বিস্তারিত
বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক/ আলমগীর হোসেন এর নেতৃত্বে এসআই (নিঃ)/মো: রাকিব হোসাইন, এএসআই(নি:)/মো: আনোয়ার হোসেন(বিপিএম), এএসআই(নি:) /মো: সাইফুল হোসেন, কং-১০৫৯/মো: সুলতান আহম্মেদ, কং/ ৮৮৪ আলী হোসেন, নারী কং/৮১১ মোসা: লাইজু গনের সমন্বিত বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৮-০৩-২০২৪ খ্রিঃ সকাল ০৭:৩০ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন ২০নং ওয়ার্ডস্থ, কলেজ এভিনিউ, ১০নং রোড, পুষ্পালয় বিল্ডিং এর ৩য় তলায় সিড়ির দক্ষিন পাশের ফ্লাটের ধৃত অভিযুক্ত মো: নাছিরুল্লা ওরফে নিরব মুন্সি ও মো: নাইমুল আহাদ শোভন এর ভাড়াটিয়া বাসার ড্রইংরুমে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ০১। মো: নাছিরুল্লা ওরফে নিরব মুন্সি (২৪), পিতা- মো: আবুল হোসেন মুন্সি, মাতা- মোসা: হাসি বেগম, সাং-স্থায়ী করমজা, মুন্সিবাড়ী, ২৭ নং ওয়ার্ড, থানা- এয়ারপোর্ট, বিএমপি, বরিশাল ০২। মো: নাইমুল আহাদ শোভন(২৩), পিতা-মোস্তাফা কামাল, মাতা- হোসনেয়ারা বেগম, সাং-পূর্ব মহেষপুর, সিকদার বাড়ী, ওয়ার্ড নং- ০৫, থানা-বাকেরগঞ্জ, জেলা- বরিশাল উভয় এ/পি সাং-পুষ্পালয়, ১০ নং রোড, কলেজ এভিনিউ, ২০ নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- বরিশাল দ্বয়ের দেখানো মতে তাদের ভাড়াটিয়া বাসার ড্রইংরুমের খাটের নিচ হইতে ০১ নং অভিযুক্ত মো: নাছিরুল্লা ওরফে নিরব মুন্সির নিজ হাতে বাহির করিয়া দেওয়ামতে ০১ (এক) কেজি গাঁজা উদ্ধার পূর্বক তাদেরকে আটক করেন।
ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।