Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে ০১ কেজি অবৈধ গাঁজাসহ আটক ০২ জন।
বিস্তারিত

বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক/ আলমগীর হোসেন এর নেতৃত্বে এসআই (নিঃ)/মো: রাকিব হোসাইন, এএসআই(নি:)/মো: আনোয়ার হোসেন(বিপিএম), এএসআই(নি:) /মো: সাইফুল হোসেন, কং-১০৫৯/মো: সুলতান আহম্মেদ, কং/ ৮৮৪ আলী হোসেন, নারী কং/৮১১ মোসা: লাইজু গনের  সমন্বিত বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৮-০৩-২০২৪ খ্রিঃ সকাল ০৭:৩০ ঘটিকায়  কোতয়ালী মডেল থানাধীন ২০নং ওয়ার্ডস্থ, কলেজ এভিনিউ, ১০নং রোড, পুষ্পালয় বিল্ডিং এর ৩য় তলায় সিড়ির দক্ষিন পাশের ফ্লাটের ধৃত অভিযুক্ত মো: নাছিরুল্লা ওরফে নিরব মুন্সি ও মো: নাইমুল আহাদ শোভন এর ভাড়াটিয়া বাসার ড্রইংরুমে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ০১। মো: নাছিরুল্লা ওরফে নিরব মুন্সি (২৪), পিতা- মো: আবুল হোসেন মুন্সি, মাতা- মোসা: হাসি বেগম, সাং-স্থায়ী করমজা, মুন্সিবাড়ী, ২৭ নং ওয়ার্ড, থানা- এয়ারপোর্ট, বিএমপি, বরিশাল ০২। মো: নাইমুল আহাদ শোভন(২৩), পিতা-মোস্তাফা কামাল, মাতা- হোসনেয়ারা বেগম, সাং-পূর্ব মহেষপুর, সিকদার বাড়ী, ওয়ার্ড নং- ০৫, থানা-বাকেরগঞ্জ, জেলা- বরিশাল উভয় এ/পি সাং-পুষ্পালয়, ১০ নং রোড, কলেজ এভিনিউ, ২০ নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- বরিশাল দ্বয়ের দেখানো মতে তাদের ভাড়াটিয়া বাসার ড্রইংরুমের খাটের নিচ হইতে ০১ নং অভিযুক্ত মো: নাছিরুল্লা ওরফে নিরব মুন্সির নিজ হাতে বাহির করিয়া দেওয়ামতে ০১ (এক) কেজি গাঁজা  উদ্ধার পূর্বক  তাদেরকে আটক করেন।
ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
19/03/2024
আর্কাইভ তারিখ
31/03/2024