জনৈক মো: সোহরাব হোসেন গাজী(৬৪) বরিশাল মহানগর গোয়েন্দা শাখায় হাজির হয়ে অভিযোগ করেন যে একটি স্বর্ণ প্রতারক চক্র নগরির কাউনিয়া থানাধীন ০৩ নং ওয়ার্ডস্থ টেক্সটাইল সংলগ্ন শান দেওয়ান এর মাজারের সামনে তার নিকট স্বর্ণ বিক্রির কথা বলে প্রতারণামূলকভাবে স্বর্ণ সাদৃশ্য ঘোড়ার ও হরিনের মুর্তি ০২ (দুই) টি, লোকনাথের মুর্তি ০২ (দুই) টি, মনষা মূর্তি ০১ (এক) টি, হাতের বালা ১৯ (উনিশ) টি, হাতের চুরি ছোট বড় ১৮(আঠের) টি, কানের চাপা দুল ২০(বিশ) টি, কানের ঝুমকা বড় ০৫ (পাঁচ) টি, কানের ঝুমকা ছোট ২০ (বিশ) টি, কানের দুল বড় ০৫(পাঁচ) টি, গলার লকেট বড় ০৫ (পাঁচ) টি, ব্রঞ্জ ০৩ (তিন) টি, কানের ছোট দুল ০৩ (তিন) টি, গলার চেইন চিকন- মোট ছোট-বড় ৯৫ (পঁচানব্বই) টি, চুলের খোপার ঝুমকা ২৫(পঁচিশ) টি, পায়ের নুপুর ০২(দুই) টি, আংটি ০১ (এক) টি, নেকলেস ০১(এক) টি দেখাইয়া এগুলোর মূল্য ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা ধ্যর্য্য করে বিক্রয় মূল্য বাবদ তার নিকট হইতে নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা আত্মসাৎ করে।
বাদীর এই অভিযোগের প্রেক্ষিতে বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক জনাব মোঃ ছগীর হোসেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক দিক নির্দেশনায় অভিযুক্তদের সনাক্ত পূর্বক গ্রেফতারের লক্ষ্যে তার টিম সহ ১০- ০৭-২৫ খ্রিঃ রাত ২০ঃ৪৫ টায় কাউনিয়া থানাধীন ০৩ নং ওয়ার্ডস্থ টেক্সটাইল সংলগ্ন শান দেওয়ান এর মাজারের সামনে অভিযান পরিচালনা করে অভিযুক্ত ০১ । মোঃ রিয়াজ হাওলাদার(৪৫), পিতা- ওহাব হাওলাদার, সাং- দক্ষিন রাফিয়াদী, চাঁদপাশা, ০২ নং ইউপি, থানা- এয়ারপোর্ট, জেলা- বরিশাল, ০২। শ্যামল হাওলাদার(৭৩), পিতা- মৃত বিষেশ্বর হাওলাদার, ০৩। মো: মনির মজুমদার(৪৪), পিতা- মৃত সাহেদ মজুমদার, উভয় সাং- চরকাউয়া, ০২ নং ওয়ার্ড, ০৭ নং ইউপি, থানা- বন্দর, জেলা- বরিশালদের কে সনাক্ত পূর্বক গ্রেফতার করেন।
ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।