Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিএমপি কোতোয়ালি মডেল থানার অভিযানে ০১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ১৪ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক ০২ জন।
বিস্তারিত

বিএমপি কোতোয়ালি মডেল থানার এস আই/গোলাম মোঃ নাসিম হোসেন সঙ্গীয়  এএসআই/আবদুল কাইয়ুম, এএসআই/আমিনুল, এএসআই/বোরহান উদ্দিন  গনের  সমন্বিত বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯-৬-২৫ খ্রিঃ সকাল ০৮. ৩০ ঘটিকায় কোতোয়ালি  থানাধীন ১০নং ওয়ার্ডস্থ বরিশাল লঞ্চ টামির্নালের ৩নং গেইটের প্রবেশ মুখে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। 
অভিযান পরিচালনায় অভিযুক্ত  ০১) চন্দন দাস (২৮) পিতা-সঞ্জিব দাস মাতা- চাম্পা রানী দাস সাং- নতুন বাজার, কালী মন্দির রোড, ১৯ নং ওয়ার্ড থানা- কোতোয়ালি জেলা- বরিশাল ০২) মোঃ আল আমিন খলিফা(২০) পিতা- মৃত মনির হোসেন খলিফা মাতা- মৃত পারভীন বেগম সাং- কড়াপুর, রায়পাশা, বিসিসি ০৮ নং ওয়ার্ড, থানা- এয়ারপোর্ট জেলা- বরিশালদ্বয়ের হেফাজত হতে ০১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ১৪ পিচ ইয়াবা ট্যাবলেট  উদ্ধারপূর্বক  তাদেরকে আটক করেন।  
ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
30/06/2025
আর্কাইভ তারিখ
31/07/2025