Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিএমপি কাউনিয়া থানার অভিযানে হত্যা মামলার ০৫ জন আসামী আটক।
বিস্তারিত

বিএমপি কাউনিয়া থানার এসআই/শাহজালাল মল্লিক, সঙ্গীয় এসআই/এনামুল হক,এসআই/ এনামুল হক, এএসআই/মাসুম বিল্লাহ,এবং এসআই/ মিজানুর রহমাননের বিশেষ অভিযানিক টীম গোপন সংবাদের ভিত্তিতে ১৯-১০-২৪ খ্রিঃ রাত ০৯:০০ ঘটিকায় বন্দর থানাধীন লাহারহাট  নামক বাজারে অভিযান পরিচালনা করেন। 

অভিযান পরিচালনায় হত্যা মামলার প্রধান অভিযুক্ত ০১) মোঃ আল-আমিন (৩৩),পিতা-মানিক ফরাজী, সাং-রাঢ়ী মহল, থানা-কাউনিয়া,জেলা-বরিশাল কে আটক করেন।

অত্র মামলার সাথে জড়িত অভিযুক্ত ০২) মুরাদ (২০),পিতা-মৃত সেকেন্দার রাঢ়ী,সাং-সাপানিয়া,থানা-কাউনিয়া, জেলা- বরিশাল, ০৩) আরিফুল ইসলাম সাব্বির (২০),পিতা-মোঃ জলিল হাওলাদার,সাং- সাপানিয়া, থানা-কাউনিয়া, ০৪) রাসিব (২৯),পিতা-মৃত শাহআলম,সাং-রাঢ়ী মহল, জেলা-বরিশালদেরকে কাউনিয়া থানাধীন তাদের নিজ বাড়ি থেকে এবং ০৫) জাহাঙ্গীর হোসেন (৪৫),পিতা-মৃত আব্দুর রসিদ,সাং-দিঙ্গা মানিক,থানা কোতোয়ালি,জেলা- বরিশালকে কোতোয়ালি থানাধীন তালতলী বাজারে তার নিজ গ্যারেজ থেকে গ্রেফতার করা হয়। 

উল্লেখ্য গ্রেফতারকৃত ০৫ জন আসামির মধ্যে আরিফুল ইসলাম সাব্বির ব্যতীত ০৪ জন আসামি বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এবং আসামি জাহাঙ্গীর হোসেনের গ্যারেজ থেকে ভিকটিম মৃত-হিরণ হাওলাদারের হলুদ অটোগাড়ি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
29/10/2024
আর্কাইভ তারিখ
28/11/2024