বিএমপি এয়ারপোর্ট থানার এসআই সুমন চন্দ্র মজুমদার, এএসআই সমীর পাল, এএসআই রুহুল আমিন ও এএসআই মোঃ আব্দুস সালাম গনের সমন্বিত বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৫-০৫-২০২৪ খ্রিঃ রাত ২১:৪০ টায় এয়ারপোর্ট থানাধীন ৩০ নং ওয়ার্ডের কলাডেমা সাকিনস্থ রেইন্ট্রিতলা জনৈক মোঃ করিম খন্দকার এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ১) মোঃ রবিউল হাওলাদার (২৮), পিতা-মোঃ জলিল হাওলাদার, মাতা-মোসাঃ শাহিনুর বেগম, সাং-রুনশী, পৌরসভা, ১নং ওয়ার্ড, ২) মোঃ আজিজুল হাওলাদার (৩২), পিতা-মৃত আলী হাওলাদার, মাতা-মোসাঃ চানবরু, সাং-রুনশী, পৌরসভা, ১নং ওয়ার্ড, উভয় থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশালদের হেফাজত হতে (১০০+১০০)= ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক তাদেরকে আটক করেন।
ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস