Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিএমপি এয়ারপোর্ট থানার অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ০১ জন।
বিস্তারিত

বিএমপি  এয়ারপোর্ট থানার এসআই(নিঃ)/ মোঃ তারিকুজ্জামান এর নেতৃত্বে এএসআই(নিঃ)/ মোঃ আজমল উদ্দিন ঠাকুর ,  কং/ইউসুফ আলী, কং/আনোয়ার হোসেন, কং/মো: জহিরুল ইসলাম,  কং/মো: জাকির হোসেন গনের  সমন্বিত বিশেষ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ২০-০৫-২০২৫ খ্রিঃ, রাত ২৩:৩০ ঘটিকায় এয়ারপোর্ট থানাধীন বিসিসি ৩০নং ওয়ার্ডস্থ গড়িয়ারপাড় বাসস্ট্যান্ড ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম পাশে জনৈক মো: বাহার হাওলাদার এর বৈশাখী স্টোর নামক দোকানের সামনে বানারীপাড়াগামী সড়কের মুখে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। 
অভিযান পরিচালনায় অভিযুক্ত  ০১। নয়ন তালুকদার (১৯),পিতা- মিলন তালুকদার , মাতা- মৃত হাসিনা বেগম@মনি বেগম , সাং- উত্তর ফুলহাতা তালুকদার বাড়ী, বহরবুনিয়া, থানা-মোরলগঞ্জ, জেলা- বাগেরহাট এর হেফাজত হতে ১০ কেজি গাঁজা উদ্ধার পূর্বক তাকে আটক করা হয়।
ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
22/05/2025
আর্কাইভ তারিখ
18/06/2025