বিএমপি এয়ারপোর্ট থানার এসআই/পিন্টু পাল, এসআই মেহেদী হাসান , এএসআই/আউয়াল ও এএসআই মহসিন সবুজ গনের সমন্বিত বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৯-০৫-২০২৪ খ্রিঃ রাত ০৯:৪০ টায় এয়ারপোর্ট থানাধীন কলাডেমা সাকিনস্থ বিসিসি ৩০ নং ওয়ার্ডের গড়িয়ারপাড় গোল চত্ত্বরের পশ্চিম পাশে মেসার্স খান মেডিকেল হল নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত (১) মোঃ মাকিন সিকদার(৩০), পিতা- মোঃ হারুন সিকদার, মাতা-জাহানারা বেগম, সাং- কাউনিয়া বিসিক রোড, কমিশনার গলি, সোনাইমানিয়া জামে মসজিদ এর পিছনে, ০২ নং ওয়ার্ড,থানা- কাউনিয়া, এ/পি-০৫ নং শোলিয়া বাকপুর ইউপি, শোলিয়া বাকপুর, থানা-বানারীপাড়া, জেলা- বরিশালের হেফাজত হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক তাকে আটক করেন।
ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস