বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক জনাব ছগির হোসেন এর নেতৃত্বে এসআই/মোঃ মেহেদী হাসান, এএসআই/ মোঃ আব্দুল আউয়াল, এএসআই/ মহসীন সবুজ, কং/ রুহুল আমীন, কং/ আকিদুর রহমান, কং/ মোঃ সাইফুল আলম, কং/ মোঃ মোজাম্মেল হক, নারী কং/ নাজমিন আক্তার গণের সমন্বিত বিশেষ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ০৩-০১-২০২৫ খ্রি. রাত ০২.০০ টায় কোতয়ালী মডেল থানাধীন বিসিসি ১০ নং ওয়ার্ডস্থ কেডিসি বালুর মাঠ মুর্দ্দার ঘরের বিপরীত পাশে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ১। শফিক সিকদার (৩৭), পিতা-মৃত তোফেল সিকদার, মাতা-নুরুন্নাহার বেগম, সাং-কেডিসি বালুর মাঠ, বিসিসি ১০ নং ওয়ার্ড, থানা-কোতয়ালী মডেল , বিএমপি, বরিশাল ০২। মোঃ করিম সিকদার (২৭), পিতা-আঃ রহিম সিকদার, মাতা-দুলু বেগম,সাং-কেডিসি বালুর মাঠ, বিসিসি ১০ নং ওয়ার্ড, থানা-কোতয়ালী মডেল , বিএমপি, বরিশাল ০৩। লিটন হাওলাদার @ডিজে লিটন (৫০), পিতা-মৃত বাশার হাওলাদার, মাতা-কিরনী বেগম, সাং-কেডিসি বালুর মাঠ, বিসিসি ১০ নং ওয়ার্ড, থানা-কোতয়ালী মডেল , বিএমপি, বরিশাল ০৪। মোঃ শামীম ফরাজী(৩৬), পিতা-আবু হোসেন ফরাজী, মাতা-জাহানারা বেগম,সাং-কেডিসি বালুর মাঠ, বিসিসি ১০ নং ওয়ার্ড, থানা-কোতয়ালী মডেল , বিএমপি, বরিশালে'র হেফাজত হতে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক তাদেরকে আটক করেন।
ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।