Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বাসা বাড়ি নির্মাণে হয়রানির কথা চিন্তা করে কি দুশ্চিন্তায় আছেন! চিন্তা নেই, আপনার পাশে আছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
বিস্তারিত
বরিশাল মেট্রোপলিটন পুলিশের আওতাধীন সকল বাসা বাড়ির নির্মাণ কাজ বরিশাল মেট্রোপলিটন পুলিশ নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে। বাড়িওয়ালা তার নিজ পছন্দমত সুবিধাজনক স্থান/ব্যক্তি থেকে ইট, বালু, রডসহ অন্যান্য নির্মাণ সামগ্রী ক্রয় করবেন। এক্ষেত্রে কেউ বাড়িওয়ালার ইচ্ছার বিরুদ্ধে নির্দিষ্ট কোন ব্যক্তি/স্থান থেকে যেকোনো প্রকার নির্মাণ সামগ্রী ক্রয় ও বিক্রয়ে বাধ্য করলে কিংবা বাধ্য করার  চেষ্টা করলে অথবা চাঁদা দাবি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব জিহাদুল কবির বিপিএম, পিপিএম এর বিশেষ নির্দেশনায় আজ নগরীর সকল নির্মানাধীন ভবনে দায়িত্বপ্রাপ্ত অফিসারের ফোন নম্বরসহ এই সম্পর্কিত ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। 
যে কোন চাঁদাবাজি সংক্রান্ত অভিযোগ থাকলে নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো যাচ্ছে।
আপনার নিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদাজাগ্রত।
১. অফিসার ইনচার্জ (কোতোয়ালি মডেল  থানা): ০১৩২০০৬৫৮২৬
২. অফিসার ইনচার্জ (কাউনিয়া  থানা): ০১৩২০০৬৫৭৪৪
৩. অফিসার ইনচার্জ (এয়ারপোর্ট থানা): ০১৩২০০৬৫৬৩৪
৪. অফিসার ইনচার্জ (বন্দর থানা):০১৩২০০৬৫৪৯৬
৫. সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি মডেল থানা): ০১৩২০০৬৫৭৮৮
৬. সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট থানা): ০১৩২০০৬৫৫৭৪
৭. সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা): ০১৩২০০৬৫৬৮৪
৮. সহকারী পুলিশ কমিশনার (বন্দর থানা): ০১৩২০০৬৫৪৫৮
৯. উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ): ০১৩২০০৬৫৪৪০
১০. উপ-পুলিশ কমিশনার (উত্তর): ০১৩২০০৬৫৫৫০
১১. কন্ট্রোল রুম নম্বর: ০১৩২০০৬৬৯৯৮
ডাউনলোড
প্রকাশের তারিখ
19/05/2024
আর্কাইভ তারিখ
16/07/2024