বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন।
বিস্তারিত
আজ ৩০ জুন ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ১৬:৩০ ঘটিকায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর আয়োজনে বিএমপি'র রুপাতলিস্থ পুলিশ লাইন্স মাঠে “আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫" এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন ঘোষণা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়।
এ সময় তিনি খেলাধুলা ও শরীরচর্চার উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চার অংশ হিসেবে মান্যবর বিএমপি কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়ের উৎসাহ, উদ্দীপনা ও সার্বিক দিক-নির্দেশনায় অনুষ্ঠিত আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট/২০২৫ এর উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন গ্রুপ 'এ' এর (বিএমপি হেডকোয়ার্টার্স) বনাম (ডিবি এবং সিটিএসবি) এই দুটি দল।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর/উত্তর/ডিবি) জনাব সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক/সাপ্লাই/সিএসবি) জনাব মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ/ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন সহ বিএমপি'র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উভয় টিমের খেলোয়াড় ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।