শিরোনাম
প্রিয় শহরবাসী, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই।
বিস্তারিত
আগামী কাল বাঙালির প্রাণের উৎসব "বাংলা নববর্ষ" সারাদেশের ন্যায় বরিশাল নগরেও সাড়ম্বরে পালিত হবে। এই উপলক্ষ্যে বরিশাল কেন্দ্রিক বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থার পাশাপাশি সকল সাংস্কৃতিক গোষ্ঠীর দিনব্যপী বিভিন্ন ধরণের আয়োজন রয়েছে।
আবহমান বাংলার প্রতিচ্ছবি ঐতিহ্যবাহী এই দিনটিকে সুষ্ঠভাবে পালন করার উদ্দেশ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশও ইতমধ্যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে। বরিশালের
সম্মানিত নাগরিকবৃন্দ যাতে করে যথোপযুক্ত আড়ম্বরের সাথে দিনটি উদযাপন করতে পারে সেই উদ্দেশ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিটি সদস্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে সদ্য স্থাপিত "ইন্টিগ্রেটেড কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার" এর মাধ্যমে বরিশাল নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা হয়েছে। পাশাপাশি শুধু পহেলা বৈশাখ উদযাপনে নিরাপত্তা বিধানের উদ্দেশ্যে বিএম স্কুল মাঠ সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকাসমূহে আমাদের সাব-কন্ট্রোল রুমের সাথে সংযুক্ত 'সাময়িক' ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।
আপনারা সবাই চিরায়ত বাংলার প্রাণের উৎসবে মেতে উঠুন এই প্রত্যাশায়
জিহাদুল কবির বিপিএম,পিপিএম
কমিশনার
বরিশাল মেট্রোপলিটন পুলিশ।