Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
প্রতারণা পূর্বক নগদ ০৩ লক্ষ টাকা আত্মসাৎ এর ঘটনার মাত্র কয়েক ঘন্টার মধ্যে টাকা উদ্ধার ও ০৩ প্রতারক আটক।
বিস্তারিত

ভোলার বোরহান উদ্দিনের ইলেকট্রনিক্স  ব্যবসায়ী মাহমুদুল হাসান নাজিম এর দোকানে গিয়ে ইলেকট্রনিক্স পণ্যের পাইকার সেজে তার সাথে পরিচিত হন অভিযুক্ত প্রতারক আরব আলি মোল্লা। সে সস্তায় খুচরা ব্যবসায়ীদের কাছে পণ্য বিক্রি করেন মর্মে মাহমুদুল হাসান নাজিমকে জানান। 
এর ধারাবাহিকতা  ২২-০৫-২০২৫ খ্রিস্টাব্দ ইলেকট্রনিক পণ্য ক্রয়ের জন্য নাজিম বরিশাল এসে অভিযুক্ত প্রতারক আরব আলির সাথে যোগাযোগ করেন।  আরোব আলি বরিশাল লঞ্চঘাট এলাকায় এসে ইলেকট্রনিক্স পণ্য পাইকারি রেটের চেয়ে সস্তায় বিক্রয়ের কথা বলে নাজিম এর কাছ থেকে প্রতারণা করে নগদ ০৩ লক্ষ টাকা নিয়ে   আত্মসাৎ করে। 
বাদীর  অভিযোগের প্রেক্ষিতে কোতোয়ালি  মডেল  থানা পুলিশ মামলা রুজু করে তদন্ত কার্যক্রম শুরু করে। ঊর্ধ্বতন  কর্মকর্তাদের সার্বিক দিক-নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তার নিরলস শ্রম,  পেশাদারিত্ব ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার মাত্র কয়েক ঘন্টার মধ্যে বরিশাল কোতোয়ালী মডেল থানাধীন রুপাতলী এলাকা থেকে ২২ মে দিবাগত রাত ০২ টায় অর্থাৎ ২৩-৫-২৫ খ্রিষ্টাব্দ অভিযুক্ত ১। আরব আলি মোল্লা (৫৫) পিতা- মৃত ইয়াকুব মোল্লা, মাতা- মৃত রুপজান বেগম, সাং- বড় ভাটরা, থানা-মুকসুদপর, জেলা- গোপালগঞ্জ, ২। মো: মতিন শেখ (২৫), পিতা- আলেম শেখ, মাতা- মনি বেগম, সাং- বড় ভাটরা, থানা-মুকসুদপর, জেলা- গোপালগঞ্জ, ৩। মো: এমদাদ শেখ (৪০) পিতা- মো: খবির শেখ, মাতা- লিলি বেগম, সাং- কোঠুরাকান্দি, থানা-মুকসুদপর, জেলা- গোপালগঞ্জদের গ্রেপ্তারপূর্বক তাদের হেফাজত হতে আত্মসাৎকৃত নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। 
অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
23/05/2025
আর্কাইভ তারিখ
30/06/2025