শিরোনাম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারবৃন্দের প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত।
বিস্তারিত
আজ
শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম, বরিশালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল-৫ সংসদীয় আসনের প্রিজাইডিং অফিসারবৃন্দের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে অংশগ্রহণ করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম মহোদয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এ সময় তিনি বলেন, দেশের জনগণকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ সহ রাষ্ট্রযন্ত্রের সকল সংশ্লিষ্ট দপ্তরকে ঐক্যবদ্ধভাবে নিজেদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে পালন করতে হবে।
এছাড়াও তিনি নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সকলের কার্যক্রম সংক্রান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার বরিশাল জনাব মোঃ শওকত আলী, জেলা প্রশাসক বরিশাল ও রিটার্নিং অফিসার, ১২৩ বরিশাল-৫ জনাব শহিদুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরিশাল অঞ্চল জনাব মোঃ আলাউদ্দীন সহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।