বিএমপি কাউনিয়া থানা এলাকায় একটি দুর্ধর্ষ পেশাদার চোর চক্র বাসা বাড়িতে চুরি করবে এ ধরনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাউনিয়া থানার এসআই/মোঃ ইব্রাহীম খলিল, এএসআই/ মোঃ মাসুম বিল্লাহ ও সংগীয় ফোর্সের সমন্বিত বিশেষ অভিযানিক টিম থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় ২৪-০৫-২৪ খ্রিঃ রাত ০২ টায় কাউনিয়া থানাধীন বিসিসি ০৩ নং ওয়ার্ডস্থ আব্দুর রব সেরনিয়াবাদ কলেজের পিছনে জনৈক মোঃ গিয়াস উদ্দিন আকন এর বাসা হতে অভিযুক্ত চোর ০১। মোঃ মনির খান ( ৪৫), পিং-মৃত করম আলী , মাতা-আলেয়া বেগম, স্থায়ী সাং-টুঙ্গিবাড়ীয়া, খান বান বাড়ী, থানা-বন্দর, জেলা- বরিশাল, এ/পিঃ একরিম কলেজের পশ্চিম পার্শে রেন্ডি গাছের পার্শের গলি, থানা-কোতয়ালী, জেলা-বরিশাল, ০২। রিপন খান (৪৫), পিং- মৃত সেকান্দার আলী খান, মাতা-রাবেয়া বেগম, সাং-সিংহেরকাঠি, ০৪নং ওয়ার্ড, টুঙ্গিবাড়িয়া ইউপি, থানা- বন্দর, জেলা-বরিশালদ্বয়কে ঘর ভাঙ্গার সরঞ্জামাদি ও চোরাই আলামত নগদ টাকাসহ হাতেনাতে ধৃত করেন।
ধৃত অভিযুক্ত চোরদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস