তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব-১৭ এবং বালিকা অনূর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন।
বিস্তারিত
২৬ জানুয়ারী ২০২৫ খ্রিষ্টাব্দ বেলা ১০:০০ ঘটিকায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়াম বরিশালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস বরিশাল কর্তৃক আয়োজিত বিভাগীয় পর্যায়ে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব-১৭ এবং বালিকা অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়।
এ সময় তিনি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল জনাব মোঃ রায়হান কাওছার , রেঞ্জ ডিআইজি বরিশাল জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, জেলা প্রশাসক বরিশাল জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার বরিশাল জনাব মোঃ শরিফ উদ্দীন সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ, অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।