Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ডমিনেশন পেট্রোল সংক্রান্তে "প্রেস বিজ্ঞপ্তি"
বিস্তারিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে বিএমপি কমিশনার জনাব জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম মহোদয়ের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে আজ ৬ জানুয়ারি বিকাল ০৩:৩০ টায় বরিশাল মহানগরীতে এক ডমিনেশন পেট্রোল শুরু হবে। 
নগরীর রুপাতলী গোল চত্ত্বর হতে শুরু হওয়া ডমিনেশন পেট্রোল নগরীর আমতলার মোড় > শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল > চাঁদমারী > শিশু পার্ক > লঞ্চঘাট > নগর ভবন > কাকলির মোড় > টাউন হল > জেলখানার মোড় > সদর হাসপাতাল > নতুন বাজার > বিএম কলেজ রোড > নথুল্লাবাদ> কাশিপুর বাজার > বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয় > কাশিপুর হাই স্কুল এন্ড কলেজ > কাশিপুর চৌমাথা হয়ে ইউটার্ন করে> বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়> কাশিপুর বাজার> নথুল্লাবাদ > টিটিসি > হাতেম আলী কলেজ চৌমাথা > সিএনবি ১নং পুল  হয়ে পুনরায় আমতলার মোড় এসে সমাপ্ত হবে।  
এ সময় আমতলার মোড় কিছু সময় অবস্থান করে সাংবাদিকদের এই সংক্রান্তে ব্রিফিং করবেন পুলিশ কমিশনার বিএমপি জনাব জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম মহোদয়।
উক্ত প্রেস ব্রিফিংয়ে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সকল সম্মানিত সাংবাদিকবৃন্দ সাদরে আমন্ত্রিত।
ধন্যবাদান্তে -
বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
06/01/2024
আর্কাইভ তারিখ
31/01/2024