Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জিজ্ঞাসাবাদ ও সাক্ষাৎকার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ।
বিস্তারিত

আজ ১৬ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০ টায় বিএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে বিএমপি'র বিভিন্ন ইউনিটে কর্মরত তদন্ত কর্মকর্তাদের নিয়ে জিজ্ঞাসাবাদ ও সাক্ষাৎকার সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মােঃ জুলফিকার আলী হায়দার। 
এ সময় তিনি প্রশিক্ষনার্থীদের জিজ্ঞাসাবাদ ও সাক্ষাৎকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও  উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মােঃ জুলফিকার আলী হায়দার এর লেখা ইত্যাদি গ্রন্থ প্রকাশনা থেকে প্রকাশিত জিজ্ঞাসাবাদ ও সাক্ষাৎকার সংক্রান্ত বই "আইনি জিজ্ঞাসাবাদ কেন করবেন, কিভাবে করবেন?" এর আলোকে জিজ্ঞাসাবাদ ও সাক্ষাৎকার সম্পর্কে ধারণা, জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা, সাসপেক্টের মানবাধিকার ও হেফাজতকালীন সুরক্ষা, জাতিসংঘের মানবাধিকার সনদ, বাংলাদেশের সংবিধান, 'মিরান্ডা রাইটস' ও 'মিরান্ডা ওয়ার্নিং', বাংলাদেশের আইনে সাসপেক্টের সুরক্ষা, ম্যাজিস্ট্রেট ও পুলিশকে তথ্য অবগত করার বাধ্যবাধকতা, অপরাধবিজ্ঞানের কতিপয় বিষয়ে আলোচনা যেসব কারণে জিজ্ঞাসাবাদ ব্যর্থ হয়, জিজ্ঞাসাবাদে সফল হওয়ার উপায়, জিজ্ঞাসাবাদকারী কর্মকর্তারা যে ভুলগুলো প্রায়ই করেন, জিজ্ঞাসাবাদে সফল হওয়ার জন্য নানামুখী পরামর্শ, জিজ্ঞাসাবাদের বিভিন্ন পদ্ধতি, জিজ্ঞাসাবাদের বিভিন্ন কৌশল, বিভিন্ন কৌশলে জবানবন্দির সত্য-মিথ্যা চিহ্নিত করা, আরপিএম পদ্ধতি, রিড পদ্ধতি, পিস পদ্ধতি, মিথ্যাবাদী চেনার উপায় সহ  বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। 
এ সময় বিএমপি'র বিভিন্ন ইউনিট থেকে আগত প্রশিক্ষনে অংশগ্রহণকারী তদন্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ডাউনলোড
প্রকাশের তারিখ
16/03/2024
আর্কাইভ তারিখ
31/03/2024