Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
চেতনানাশক দ্রব্যাদি সেবন করিয়ে মানুষের সর্বস্ব লুটে নেওয়া চোর চক্রের ০৪ সদস্য আটক ও চোরাইকৃত মালামাল সহ চোরাই কাজে ব্যবহৃত ১৭ টি মোবাইল ফোন উদ্ধার।
বিস্তারিত

বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক জনাব মোঃ ইসমাইল হোসেন এর নেতৃত্বে এসআই/ মো: লোকমান, এসআই/ মোঃ কামাল হোসেন, এএসআই/ মোঃ আনোয়ার হোসেন বিপিএম, এএসআই/ মোঃ জাকির হোসেন, কং/৮৬৮ মোঃ ফাহাদ হোসেন, কং/৪৩০ মো: ফারুক হোসেন, কং/৪৫৮ মো: রাশেদ, কং/১০৫০ সালাউদ্দিন ইমরান, কং/১৩৩৫ মো: আহসান হাবিব সবুজ, নারী কং/৮১১ মোসাঃ লাইজু আক্তার, নারী কং/১৮৪৮ মোসাঃ রিয়া মনি গনের সমন্বিত বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৬-০৫-২০২৫ খ্রি. ১৫.০০ ঘটিকায় বিএমপি কোতোয়ালি মডেল থানাধীন ১৩নং ওয়ার্ড, ০১নং সিএন্ডবি রোড,  মসজিদ গলি অভিযুক্ত সাইদুল ইসলাম@শান্ত এর বাসায় ও কোতোয়ালি মডেল থানাধীন ২৬ নং ওয়ার্ড, কালিজিরা বাজার অভিযুক্ত মো: নাজমুল এর অটো গ্যারেজে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ১। সাইদুল ইসলাম@শান্ত (৪২), পিতা- মৃত আ: ছাত্তার মেলেটারী, মাতা- নছিরন বেগম, স্থায়ী সাং- দাওকাঠী, ১২নং রঙ্গশ্রী ইউপি, থানা- বাকেরগঞ্জ, জেলা বরিশাল। বর্তমান সাং- মো: আবুল হোসেন এর ভাড়াটিয়া, মসজিদ গলি, ০১নং সিএন্ডবি রোড, ১৩নং ওয়ার্ড,  থানা- কোতয়ালী মডেল, জেলা- বরিশাল ০২। বাপ্পি লস্কর (২৮), পিতা- মন্নাফ লস্কর, মাতা- মৃত মাহাফুজা বেগম, সাং- মধ্য কামদেবপুর, থানা- নলছিটি, জেলা ঝালকাঠি। বর্তমান সাং- জনৈক রিয়াজের বাসার ভাড়াটিয়া, ধান গবেষনা রোড, থানা- কোতয়ালী মডেল, জেলা- বরিশাল ০৩। মো: নাজমুল (৩০), পিতা- আলী আকবর ফকির, মাতা- নাসিমা বেগম, সাং- মোস্তফাপুর বাঘেরপাড়া, ০৪নং ওয়ার্ড, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর। বর্তমান সাং- রায়াপুর, জনৈক হাসান মল্লিক এর বাসার ভাড়াটিয়া, থানা- নলছিটি, জেলা- ঝালকাঠি ০৪। সাথী আক্তার (৪০), পিতা- মৃত ইয়াকুব আলী, মাতা- ছকিনা বেগম, সাং- চানপুরা শরীফ বাড়ী, থানা- বন্দর, জেলা- বরিশাল, বর্তমান সাং- দারোগা বাড়ী, ধান গবেষনা রোড, থানা- কোতয়ালী মডেল, জেলা- বরিশালদের  গ্রেপ্তারপূর্বক তাদের হেফাজত হতে চোরাইকৃত একটি হলুদ অটোরিকশার খন্ড খন্ড অংশ ও চোরাই কাজে ব্যবহৃত ১৭ টি সিম বিহীন মোবাইল ফোন উদ্ধার করেন। 
অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
26/05/2025
আর্কাইভ তারিখ
30/06/2025