চরমোনাই মাহফিলে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের কাছ থেকে চুরি যাওয়া স্মার্টফোনসহ বিভিন্ন ধরনের ৬৪ টি চোরাই মোবাইল ফোন চোর চক্রের ০৫ সদস্যকে আটক পূর্বক তাদের হেফাজত থেকে উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
চরমোনাইয়ের মাহফিলে আগত মুসল্লিদের মোবাইল চুরির সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার এসআই/মো: ইব্রাহীম খলিল, এসআই/আব্দুল্লা আল জোবায়ের, পিএসআই/রুহুল আমিন, এএসআই/মো: আরিফ হোসেন গণের সমন্বিত বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ২০-০২-২০২৫ খ্রি. বেলা ১১:৩০ টায় বরিশাল কোতয়ালী মডেল থানাধীন ০৯নং ওয়ার্ডস্থ মাওলানা এনায়েতুর রহমান সড়ক, ফলপট্টি, হোটেল চন্দ্রদ্বীপ আবাসিক হোটেল এর চতুর্থ তলায় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত আন্তজেলা চোর চক্রের ৫ সদস্য ১) নাজমুল হাসান আনোয়ার (৩২) পিতাঃ আব্দুল ওয়ারেজ সিকদার, মাতাঃ আয়েশা সিদ্দিকা, সাং- বাশবুকিয়া ২নং ওয়ার্ড, আমখোলা উনিয়ন, থানাঃ গলাচিপা, জেলাঃ পায়াখালী (২) ওমর ফারুক (৩৬)পিতাঃ মজিবুর রহমান, মাতাঃ মনোয়ারা বেগম সাং- গজালিয়া ২নং ওয়ার্ড, গজালিয়া ইউপি, থানাঃ কচুয়া , জেলাঃ বাগেরহাট (৩) মোঃ ওমর (৩০) পিতাঃ বাইজিদুল হক
মাতাঃ সামসুননাহার, সাং- মুকরিম পুর ৬নং ওয়ার্ড, পাইতোরহাটি ইউপি, থানাঃ ধর্মপাশা , জেলাঃ সুনামগঞ্জ, (৪) আসাদুজ্জামান (২৮) পিতাঃ বাতাউর রহমান, মাতাঃ নুর বানু সাং- মাইপুর, নিশ্চিন্তপুর ইউপি, থানাঃ সাপাহার জেলাঃ নওগাঁ, (৫) মোঃ বরকত (৩০) পিতাঃ আইয়ূব আলী শেখ, মাতাঃ হোসনে আরা সাং- কাজলিয়া ৯নং ওয়ার্ড, কাজলিয়া ইউনিয়ন থানাঃ সদর জেলাঃ গোপালগঞ্জদের গ্রেপ্তারপূর্বক তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের চোরাই ৬৪ টি মোবাইল ফোন উদ্ধার করেন।
গ্রেফতারকৃত অভিযুক্তরা আন্তজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থানে আয়োজিত গণজমায়েতের স্থানে গিয়ে পারস্পারিক যোগ সাজশে চুরি সংগঠিত করে।
ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।