Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
চরমোনাই বাৎসরিক মাহফিল-২৪ এর নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।
বিস্তারিত

আজ ২৭ ফেব্রুয়ারী ২০২৪ খ্রিঃ বিকাল ০৫.০০ ঘটিকায় বিএমপি পুলিশ লাইন্স, রুপাতলী, বরিশালের প্যারেড গ্রাউন্ডে চরমোনাই বাৎসরিক মাহফিল (২৮ ফেব্রুয়ারী - ০২ মার্চ) এর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
ব্রিফিং প্যারেডের সভাপতিত্ব করেন, বিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার ( অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিন্যান্স)  জনাব হাসান মোঃ শওকত আলী।
এ-সময় তিনি ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ডিউটি  চলাকালীন সময়ে করণীয় ও বর্জনীয় সংক্রান্তে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করে বলেন, নিজের জান মালের নিরাপত্তা নিশ্চিত করে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ডিউটি পালন করতে হবে। চেইন অফ কমান্ড অনুযায়ী সকল বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা, স্বেচ্ছাসেবক দলের সাথে সমন্বয় সাধন করা এবং বিভিন্ন স্তরের নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত সদস্যদের নিজ নিজ দায়িত্বে তৎপর থাকতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মােঃ ফজলুল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব সমীর সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডমিন) জনাব এস.এম কামরুজ্জামান পিপিএম সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকতাগণ ও ডিউটি তে মনোনীত বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।

ডাউনলোড
প্রকাশের তারিখ
27/02/2024
আর্কাইভ তারিখ
31/03/2024