শিরোনাম
কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ সংক্রান্তে "প্রেস বিজ্ঞপ্তি"
বিস্তারিত
সম্মানিত সুধী,
আগামী ২০ই মাঘ ১৪৩০ বঙ্গাব্দ/০৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ শনিবার সন্ধ্যা ০৬ টায় কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর সার্বিক সহযোগিতায় মহানগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম ইনডোরে কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম মহোদয়।
উল্লেখ্য যে, মহানগরীর ০৪ টি থানা এলাকার পৃথক পৃথক ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাওয়া বর্ণাঢ্য এ টুর্নামেন্টে কোতয়ালী মডেল থানা এলাকা থেকে ৩৮ টি টিম, বন্দর থানা এলাকা থেকে ৩৬ টি, কাউনিয়া থানা এলাকা থেকে ২৪ টি এবং এয়ারপোর্ট থানা এলাকা থেকে ৪৫ টি সহ সর্বমোট ১৪৩ টি টিম অংশগ্রহণ করতে যাচ্ছে।
টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করতে আপনার/আপনাদের সবান্ধব সানন্দিত উপস্থিতি একান্তভাবে কাম্য।
শুভেচ্ছান্তে-
বরিশাল মেট্রোপলিটন পুলিশ।