Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত ।
বিস্তারিত

আজ ০৭ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সন্ধ্যা ০৭ টায় কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর সার্বিক সহযোগিতায় বরিশাল মহানগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম ইনডোরে কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। 
সম্মানিত পুলিশ কমিশনার জনাব জিহাদুল কবির, বিপিএম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মেয়র বরিশাল সিটি কর্পোরেশন জনাব আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।
প্রধান অতিথি মহোদয় এই টূর্নামেন্ট আয়োজনের উদ্যোগ গ্রহণ করায় বিএমপি কমিশনার মহোদয়কে ধন্যবাদ জানিয়ে বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ এই প্রতিযোগিতা আয়োজন করে যে সূচনা করেছেন আমরা এটি এগিয়ে নিতে চাই। তিনি বরিশালের ক্রীড়াজগত কে আরোও সমৃদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অঙ্গিকার ব্যক্ত করেন। 
আজ ঐতিহাসিক ০৭ মার্চ উপলক্ষে বক্তব্যের শুরুতেই মাননীয় পুলিশ কমিশনার মহোদয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা-বোন ও ৭৫ এর ১৫ ই আগস্ট জাতির পিতার পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্য সহ সকল বীর শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
তিনি এ ধরনের একটি বর্ণাঢ্য আয়োজন সফল ভাবে শেষ করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে এ সময়ে তিনি বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাথে তৃনমুল পর্যায়ের সাধারণ মানুষের সাথে মেলবন্ধন সৃষ্টি করা এই টূর্নামেন্ট আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল। গত ০৩ ফেব্রুয়ারী খেলা শুরু হয়ে দীর্ঘ পথ পরিক্রমায় সকলের অংশগ্রহণে তৃনমূল পর্যায়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে এই আয়োজন পরিপূর্ণ করতে পেরেছি। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সমাজ থেকে মাদক, জুয়া, সন্ত্রাস নির্মূল করে একটি জনমুখী, গণমূখী ও প্রতিরোধমূলক পুলিশী ব্যবস্থা বাস্তবায়ন করার ক্ষেত্রে এ ধরনের একটি আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 
এ ছাড়াও বিএমপি ও বরিশাল সিটি কর্পোরেশনের সমন্বয়ে প্রতিটি ওয়ার্ডে মাদক বিরোধী সমাবেশ আয়োজন করে মাদক, সন্ত্রাস নির্মূল করার পাশাপাশি  বরিশালকে একটি বাসযোগ্য নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করেন।
উল্লেখ্য যে মহানগরীর সকল থানা এলাকার পৃথক পৃথক ভেন্যুতে আয়োজিত বর্ণাঢ্য এ টুর্নামেন্টে কোতয়ালী মডেল থানা এলাকা থেকে ৩৮ টি  টিম, বন্দর থানা এলাকা থেকে ৩৬ টি, কাউনিয়া থানা এলাকা থেকে ২৪ টি এবং এয়ারপোর্ট থানা এলাকা থেকে ৪৫ টি সহ সর্বমোট ১৪৩ টি টিম অংশগ্রহণ করেন।
খেলা শেষে মাননীয় পুলিশ কমিশনার মহোদয় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে শিরোপাসহ নগদ অর্থ তুলে দিয়ে বিজয়ী ও বিজিত দলকে শুভেচ্ছা জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অতিরিক্ত ডিআইজি  (পদোন্নতি প্রাপ্ত) জনাব আলী আশরাফ ভূঁঞা, বিপিএম-বার, বীর মুক্তিযােদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক, বীর প্রতীক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ ফজলুল করিম সহ বিএমপি'র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, খেলোয়াড়, আগত দর্শকবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ডাউনলোড
প্রকাশের তারিখ
07/03/2024
আর্কাইভ তারিখ
31/03/2024